দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ বুধবার রবি সরেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার মহুগাঁও এলাকার মদন মোহন রায়ের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মমতা রাণী রায়কে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে একই এলাকার মৃত হরি সরেন এর পূত্র রবি সরেন (২৫) ধর্ষণ করে। এ ঘটনায় তার পিতা মদন মোহন রায় ৪ সেপ্টেম্বর দিনাজপুর বীরগঞ্জ থানায় ৯/১ ধারায় ধর্ষন মামলা দায়ের করেন। যার নারী ও শিশু মামলা নং- ৭৮৮/১৫। উভয় পক্ষে শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামী রবি সরেন কে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন।