পাটুরিয়া-দৌলতদিয়া ঘন কুয়াশায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি বন্ধ রাখা হয়। এতে দুই ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আরিচা বিআইডব্লিটিসি অফিস সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যহত হওয়ায় রাত সাড়ে ৯টা থেকে তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে দুই ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে কয়েকশ পণ্য ও যাত্রীবাহী যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিক।
আরিচা বিআইডব্লিটিসির ডিজিএম জিল্লুর রহমান বলেন, এ নৌপথে চলাচলরত ফেরিগুলো যানবাহন বোঝাই করে উভয় ঘাটে নোঙর করে বসে থাকতে বাধ্য হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে জানিয়েছেন তিনি।