সেন্টমার্টিন উপকূলের বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলারও এসময় জব্দ করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে এসব ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিরুল জানান, কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। এ সময় তারা ট্রলারটিকে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।