মানিকগঞ্জের শিবালয় এবং ঘিওর উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান (দুর্জয়)। আজ বুধবার ৬ই জানুয়ারি ২০২১ ইং মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন ।
আমার নির্বাচনী আসন ঘিওর দৌলতপুর শিবালয় রাস্তা ঘাটসহ স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া ও ইতিমধ্যে ঘিওর এবং শিবালয় বড় বড় প্রকল্পের কাজ দৃশ্যমান হচ্ছে। মহাদেবপুর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫০টি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
মহাদেবপুর ইউনিয়ন পরিষদ থেকে কম্বল বিতরণ শেষে মাননীয় সংসদ রওনা হন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সেখানেও ২৫০টি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শিমুলিয়া ইউনিয়ন হতে মাননীয় সংসদ চলে আসেন ঘিওর উপজেলার তেরশ্রী মাঠে, পয়লা ইউনিয়নে কৃষি উপকরণ বিতরণ করেন।
কৃষি উপকরণের মধ্যে হচ্ছে পাওয়ার টিলার ১১ পরিবহন ভ্যান ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র ৪টি সরিষা মাড়াই যন্ত্র ১টি এল এল পি ১২ হর্স ৩টি এলএলপি ৪ হর্স ৯ পাওয়ার স্পেয়ার ৭৫টি ড্রাম ৫৮টি পাওয়ার থ্রেসার ১টি ফুট পাম্প ৩টি আরো পয়লা ইউনিয়নে কম্বল বিতরণ করেন। তেরশ্রী বিতরণ অনুষ্ঠান শেষ করে মাননীয় সংসদ রওনা হন।ঘিওর উপজেলার মাইলাগী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।