মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডীতে তালিমুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন অনুষ্ঠান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল।
প্রধান আলোচক, মুফতি নিজাম উদ্দিন, বিশেষ আলোচক মাওলানা আবুল বাশার খান।
তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় পদ্ধতিতে উন্নতমানের শিক্ষাব্যবস্থা। প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা পরিচালিত।
কোমলমতি শিশুদের জন্য আরবী-বাংলা অংক ইংরেজি প্রতিটি বিষয়ের হাতের লেখার মাধ্যমে পাঠদান। অর্থসহ ৪০ টি হাদিস নিত্যপ্রয়োজনীয় মাসালা ও দোয়া সমূহ মুখস্থ করানো হয়।
ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়। চরিত্র গঠন, পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়। শৈশব থেকেই ইসলামের সঠিক জ্ঞান, আচার-আচরণ ও সঠিক চিন্তার,বিকাশের মাধ্যমে ভালো মানুষ তৈরি করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আবাসিক অনাবাসিক এ ভর্তি চলছে।ভর্তি ১জানুয়ারি হইতে ১০ জানুয়ারি পর্যন্ত। যোগাযোগ : মাওলানা মোঃ শামসুল হক বড় ধুলান্ডি বাইতুল ফালাহ জামে মসজিদ মোবাইল নং. ০১৭২৫-০৪৫৬৮৭