গত ১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, বৃহস্পতিবার বাদ মাগরিব বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম পলাশ ভাইয়ের নেতৃত্বে শিবালয় উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে শীতার্ত ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় মানবিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা BHRC এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ মানবাধিকার কমিশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।