নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগানের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদী আওয়ামী দু শাসন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতনের পর স্বাধীনভাবে আনন্দ শোভা যাত্রা রেলীর মধ্য দিয়ে নববর্ষের যাত্রা শুরু হয়। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মানিকগঞ্জে সহ শিবালয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে।
সোমবার(১৪ এপ্রিল) সকাল ৮ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন যুগ্ন সচিব ডঃ মনোয়ার হোসেন মোল্লা জেলা প্রশাসক মানিকগঞ্জ সকাল ৯ টায় শিবালয় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী পল্লি সংস্কৃতির উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আজ , বিকেল ৩টায় ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মেলার উদ্বোধন করা হয় । মেলায় হস্তশিল্প, মাটির তৈজসপত্র, পাটজাত পণ্যসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে। শিশুদের আনন্দদানের জন্য আছে নাগরদোলা, পুতুলনাচ, আর ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন।
পুরো আয়োজন জুড়ে ছিল নিরাপত্তার কড়া নজরদারি এবং উৎসব উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা। নববর্ষের এই আয়োজন মানিকগঞ্জ সহ শিবালয়ের মানুষকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে