সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায় কেমিক্যালমুক্ত খাদ্য উৎপাদনে ব্র্যাক মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত। মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা সহ গ্রেপ্তার “পিস্তল ফারুক” বিএনপির সদস্য সংগ্রহে আতাউর রহমান আতার সভা, স্থানীয় নেতাদের অংশগ্রহণে উদ্দীপনা। দীর্ঘ ১৩ বছর পর কালীগঙ্গায় মাতালেন নৌকার মাঝিরা, লক্ষ দর্শকের উপচেপড়া ভিড়। মানিকগঞ্জ জেলার সদর থানায় পুলিশের হেফাজতে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর রান্না করা খাবার। আতাউর রহমান আতার নেতৃত্বে মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি নিয়ে সাটুরিয়ায় গঠনমূলক আলোচনা। প্রয়াত মহাসচিব,মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিআরটিএ ডিজিটাল সেবা ও সড়ক দুর্ঘটনা ভুক্তভোগীদের সহায়তায় মানিকগঞ্জে কার্যকর উদ্যোগ।

মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত

মানিকগঞ্জ, ২৬ জুন বৃহস্পতিবার ২০২৫ ইংরেজি,মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী ২০২৫ইংরেজি
উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন আয়োজিতএক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মানোয়ার হোসেন মোল্লা, যুগ্ম সচিব ও জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। আমরা সকলেই আমাদের বাচ্চাদের সর্বক্ষণ নজরদারিতে রাখার চেষ্টা করব তারা কার সাথে মিশে কি ধরনের কর্মকান্ড করে এদের পর্যবেক্ষণ করতে হবে। আমরা সকলেই মাদককে না বলি এবং  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আতিকুল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডাঃ মোঃ খুরশিদ আলম সিভিল সার্জন মানিকগঞ্জ,মোহাম্মদ নাজমুল হাসান খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অতিরিক্ত দায়িত্বে, জেল সুপার মানিকগঞ্জ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদকবিরোধী গঠনমূল বক্তব্য রাখেন,শিক্ষক ও মাদকবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখায় কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রের প্রধানরা তাদের কথা উপস্থাপন করেন, সভায় একটি সচেতনতামূলক ভিডিও দেখানো হয় ।

আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে গুরুত্বারোপ করেন,এই আয়োজনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের নিয়ে সামাজিক র‍্যালি বের করা হয় র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768