মানিকগঞ্জ, ১৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মদিন ও তার দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দুই বারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা এর নেতৃত্বে তার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
মোঃ আনিসুর রহমান আনিস যুবদলের সাবেক সহ-সভাপতি
মহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুর রাজ্জাক সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি
পল্টু ভাই কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক
জহিরুল ইসলাম জহির সদর উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
লায়ন মিলন ইসলাম সদর উপজেলা উপ-প্রচার সম্পাদক
রবিন সাবেক ছাত্রদল নেতা
এছাড়াও সাটুরিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বর্ণনা আতাউর রহমান আতা তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন,তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। তার নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। মিলাদ মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও দলের ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের নীতি ত্যাগ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। তারা বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয়। নেতাকর্মীরা দলের জন্য একসাথে কাজ করার শপথ নেন এবং আগামী দিনগুলোতে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দেন