মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ও সহযোগিতায় আজ বুধবার২ জুলাই— এন আই এক্ট-১৮৮১ এর ১৩৮ ধারা অনুযায়ী দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামী মোঃ ওমর ফারুক (৪৬) কে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ তার গ্রামের বাড়ি মহাদেবপুর উওর পাড়ায় ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়্যাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের পরামর্শে এস আই ওয়াসিম ও এ এস আই সোহেলের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। আসামী ওমর ফারুক পিতা নুর মোহাম্মদ এর বিরুদ্ধে এন আই এক্ট-১৮৮১ এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেফতারের পর পুলিশ জানায়, আসামী দীর্ঘদিন ধরে আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। থানা পুলিশের গোয়েন্দা বিভাগের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
শিবালয় থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। এই গ্রেফতার আমাদের নিরলস প্রচেষ্টার ফল।
এস আই ওয়াসিম বলেন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত আসামীকে ১ বছরের কারাদণ্ড ও চেকের ৩০ লক্ষ টাকা পরিশোধের নির্দেশ দেন।