শিবালয় (মানিকগঞ্জ) ৬ জুলাই ২০২৫ ইংরেজি গত রাত ২টা ১৫ মিনিটে শিবালয় থানা মোড়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকার এই মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বিপ্লব ত্রিপুরা ওরফে হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) পিতা বিমল কান্তি ত্রিপুরা ও মাতা ধন লক্ষ্মী ত্রিপুরা সে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা গ্রামের বাসিন্দা।
শিবালয় থানার সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী জানান, গোপন সূত্রে সংবাদ পান যে শিবালয় থানা ধীন আরিচা ফেরিঘাট দিয়ে মাদকের একটি বড় চালান পার হবে,উক্ত সংবাদের ভিত্তিতে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন এর অনুমতি নিয়ে রাতে চেকপোস্ট বসানো হয়।
সিএনজিটি থামানো হয় সিএনজি থেকে একজন দৌড়ে পালানোর চেষ্টা কালে সাব ইন্সপেক্টর তাজুল ইসলাম এর নেতৃত্বে ও এ এস আই গাজী সোহেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থাকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আসামি নিজেই বের করে দেয়।
নিজেই তার পরিহিত ধূসর রঙের জিন্স প্যান্টের সামনে আন্ডার ওয়ারের ভিতর থেকে বাহির করে স্বচ্ছ পলিথিনের ভিতর কমলা রঙের ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ভরা একটি প্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ মাদক দ্রব্য মাদক নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) এর ১০ (ক) /৪১ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এই অভিযানের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন