মানিকগঞ্জ, ২৩ জুলাই ২০২৫ (বাসস) চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় ১১ হাজার বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই),জেলার সাতটি উপজেলায় পাট কাটা শুরু হয়েছে, আর কৃষকরা এবার বাম্পার ফলনের আশা করছেন।
ডিএই সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ৪ হাজার ২৯৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এর মধ্যে ৩,৫৫৩ হেক্টর জমিতে তোষা জাতের পাট চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,২৩৬ বেল। এছাড়া ৭১২ হেক্টর জমিতে স্থানীয় জাতের পাট চাষ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্য ১,৭০২ বেল।
এদিকে, হাইব্রিড জাতের পাট ২০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে, যেখান থেকে ৪৭ বেল পাট উৎপাদনের লক্ষ্য রয়েছে। অন্যদিকে, কেনাফ পাট ১০ হেক্টর জমিতে চাষ করে ২৫ বেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পাট চাষকে আরও উৎসাহিত করতে সরকার এ বছর মানিকগঞ্জ জেলার ৬০০ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের পাটের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করেছেন। এ উদ্যোগের ফলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।
ডিএই’র মানিকগঞ্জ জেলা কর্মকর্তা বলেন, পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। প্রশিক্ষণ, উপকরণ বিতরণ এবং বাজার জাতকরণে সহায়তা দেওয়া হচ্ছে। এবার লক্ষ্যমাত্রা অর্জন হলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের পাট শিল্পও এগিয়ে যাবে।
উল্লেখ্য, পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যা রপ্তানি ও শিল্পখাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানিকগঞ্জের কৃষকদের সফলতা দেশের পাট উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।