মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।
একসময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকায়, তোজা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন ।
তোজাম্মেল হক তোজা বিএনপির জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৌলতপুর উপজেলার চেয়ারম্যান হিসেবেও জনসেবার সুযোগ পেয়েছেন, যেখানে তাঁর কাজের জন্য স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন । বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর সময় থেকেই তিনি দলের একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত ।
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির পক্ষে তোজা একাধিকবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী লীগের নূরুল ইসলাম রাজার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন, যেখানে চরাঞ্চলের ভোটারদের মধ্যে তাঁর শক্ত ভোটব্যাংক ছিল । গত নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে তা ফিরে পেয়েছিলেন, যা তাঁর আইনি ও রাজনৈতিক দৃঢ়তাকে তুলে ধরে ।
বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক সমর্থন রয়েছে, এবং অনেকেই মনে করেন, নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হতে পারবেন ।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দলে একাধিক প্রার্থী থাকায় বিভক্তি দেখা দিয়েছে, তবে তোজার স্থানীয় গ্রহণযোগ্যতা তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে ।
জনগণের প্রত্যাশা দৌলতপুরের চরাঞ্চলের মানুষ উন্নয়নের ধীরগতিতে অসন্তুষ্ট, যা তোজার পক্ষে কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে ।
তিনি তাঁর প্রচারণায় স্থানীয় সমস্যা, কৃষকদের অধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসন এর ওপর জোর দিচ্ছেন। তাঁর দাবি, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই জিতবে।
তোজাম্মেল হক তোজা বিএনপির পক্ষে মানিকগঞ্জ-১ আসনে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। দলের ঐক্য ও ভোটারদের সমর্থন পেলে তিনি আসনটি পুনরুদ্ধারে সক্ষম হতে পারেন। তবে, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত অবস্থান এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে লড়াই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ।