আজ শুক্রবার, ১ আগস্ট ২০২৫, মানিকগঞ্জে বরেণ্য শিল্পপতি, রাজনীতিবিদ ও বিএনপির সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০১৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন ।
১.শ্রদ্ধা নিবেদন মুন্নু সিটিতে তার সমাধিতে সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কন্যা আফরোজা খান রিতা, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
২.চিকিৎসা সেবা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়, যা তার মানবসেবার আদর্শকে ধারণ করে ।
৩.সমাজসেবা এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয।
রাজনৈতিক সাফল্য ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
শিল্প ও শিক্ষা খাতে বিপ্লব মুন্নু সিরামিক, মুন্নু মেডিকেল কলেজ, ইন্টারন্যাশনাল স্কুলসহ ২০টির বেশি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
আফরোজা খান রিতা বলেন,আব্বার স্বপ্ন ছিল মানিকগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা। তার অসমাপ্ত কাজ আমরা এগিয়ে নিচ্ছি।
হারুনার রশিদ খান মুন্নুর জীবনাদর্শ ও কর্ম আজও অনুপ্রেরণা জোগায়। তার মৃত্যুবার্ষিকী কেবল শোকের নয়, সেবা ও সংকল্পের অঙ্গীকারের দিন ।