মানিকগঞ্জ, ৩ আগস্ট ২০২৫ মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা প্রশাসনের আয়োজনে,অনুষ্ঠিত বৃক্ষ ও ফল মেলা ২০২৫ এর পঞ্চম দিনে বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
পরিবেশ, বৃক্ষরোপণ ও কৃষি বিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা। তিনি বলেন,নতুন প্রজন্মকে প্রকৃতি ও কৃষির সাথে যুক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীরা যাতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আগ্রহী হয়, সেজন্য আমরা নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ফলের গাছ ও শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে বিতরণ করেন অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা,ড. রতন পারভেজ (কৃষি বিশেষজ্ঞ), মাসুম ভূঁইয়া (উপজেলা কৃষি কর্মকর্তা, মানিকগঞ্জ সদর) এবং মোহাম্মদ আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত কর্মকর্তা, সামরিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র)।
আয়োজনের উদ্দেশ্য ও অংশগ্রহণ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই মেলার মাধ্যমে বৃক্ষের গুরুত্ব, ফল চাষ ও টেকসই কৃষি সম্পর্কে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি মেলায় রয়েছে নানা জাতের ফলের চারা বিক্রয়, কৃষি উপকরণ প্রদর্শনী।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আয়েশা সিদ্দিকা (নবম শ্রেণি) বলেন,গাছের উপকারিতা সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পেরেছি। পুরস্কার হিসেবে পেয়েছি একটি আমগাছ, যা বাড়িতে রোপণ করব।
ভবিষ্যৎ পরিকল্পনা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম ভূঁইয়া জানান,শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি প্রেম ছড়িয়ে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
মেলা জেলা প্রশাসনের দপ্তর থেকে অনুমতি নিয়ে দু’একদিন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে, যেখানে প্রতিদিনই থাকছে নতুন নতুন আয়োজন।