মানিকগঞ্জ,৬ আগস্ট রোজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মানিকগঞ্জ সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) মাহাবুব কামাল বলেন লাইসেন্স, মোটরবাইকের ডিজিটাল নাম্বার প্লেটসহ সকল সেবা এখন ডিজিটালাইজড।
এর মাধ্যমে নাগরিকদের সঠিক তথ্য ও সময়মতো সেবা প্রদান নিশ্চিত করতে বিআরটিএ প্রতিশ্রুতিবদ্ধ।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেবা প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হয়েছে। এখন যেকোনো আবেদন অনলাইনে ট্র্যাক করে নাগরিকরা স্বচ্ছভাবে সেবা পাবেন।
সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা ও পুনর্বাসন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় বিআরটিএ’র উদ্যোগের কথা উল্লেখ করে ইঞ্জি. কামাল জানান,জাতীয় দ্রুত সহায়তা তহবিলের আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ইতিমধ্যে ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা চাই, দুর্ঘটনায় আক্রান্তরা যেন ভোগান্তির শিকার না হয়।
সচেতনতা ও নিরাপদ সড়কের অঙ্গীকার তিনি আরও যোগ করেন,নিরাপদ সড়ক ও সুন্দর বাংলাদেশ গড়তে বিআরটিএ সচেতনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। ডিজিটাল সেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।
মানিকগঞ্জবাসী বিআরটিএ’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল সেবা চালু হওয়ায় লাইসেন্স নবায়নে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় না। এতে সময় ও অর্থ দুটোই বাঁচে।
বিআরটিএ এই কার্যক্রম নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে মবিল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ থেকে ২৫ বছর বাস এবং ট্রাক যেগুলো ফিটনেস নেই সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।