মানিকগঞ্জের মানবিক, আন্তরিক ও সংস্কৃতিমনা জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা পদোন্নতির কারণে বদলি হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন।
দীর্ঘদিনের প্রশাসনিক দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক নেতৃত্বগুণে তিনি মানিকগঞ্জ জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শুধু প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেননি, বরং সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য ও খেলাধুলা সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তার উদ্যোগে ATN Bangla টেলিভিশনে “লোকজবাংলা”, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে “লোক ঐতিহ্য” এবং বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় “প্রযুক্তি ও উৎপাদন” বিষয়ক অনুষ্ঠানগুলো সফলভাবে সম্প্রচারিত হয় যা মানিকগঞ্জ জেলার সংস্কৃতিচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করে।
এছাড়া, তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শ্মশান নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত সামাজিক সমস্যার সমাধানে অসামান্য ভূমিকা রাখেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন রক্ষায় তাঁর প্রশাসনিক পদক্ষেপ প্রশংসিত হয় সর্বস্তরে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক সমাজ, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিক সবাই তাঁর মানবিকতা, নৈতিকতা, ও আদর্শ নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
মানিকগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমরা ড. মানোয়ার হোসেন মোল্লাকে জানাই
অভিনন্দন, শুভেচ্ছা ও অনন্ত কৃতজ্ঞতা।
তাঁর আগামীর কর্মজীবন হোক আরও সমৃদ্ধ, গৌরবময় ও সাফল্যমণ্ডিত এই কামনায় মানিকগঞ্জবাসীর অন্তঃস্থল থেকে বিদায় শুভেচ্ছা।
মানিকগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও শুভকামনা