বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

কালাই রুটিতে ২০ বছর ধরে চলে মিনার সংসার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ১০৭৯ বার পঠিত

রাজশাহী সার্কিট হাউসের পাশে পদ্মাপাড়ের শিমলা পার্ক এলাকায় ২০ বছর ধরে কালাই রুটি বিক্রি করছেন মিনা বেগম (৪২)। এ থেকে যে আয় হয় তা দিয়ে অভাব-অনটনে সংসার চলে তার। প্রতিদিন মিনা বেগমের দোকানে কালাই রুটি খান দিনমজুর থেকে শুরু করে অবস্থাপন্ন লোকরা।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দফায় তার দোকানে রুটি খান। দ্বিতীয়বার মিনার দোকানে কালাই রুটি খেতে এসে তার এক ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ছেলে চাকরি পেলে সংসারের অভাব দূর হবে, সেই আশায় এখন বুক বেঁধে আছেন সংগ্রামী এই নারী।

নগরীর শ্রীরামপুর এলাকায় মিনার বাড়ি। স্বামী হাকিবুল ইসলাম। চার সন্তানের অভাব-অনটনের সংসার তাদের। হাকিবুল দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। কাজ করতে পারেন না। তাই নিজেই সংসারের হাল ধরেছেন মিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768