শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

কেসিসির মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৩১৯ বার পঠিত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মেয়র ও কাউন্সিলরদের দলমত-নির্বিশেষে জনগণের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মেয়র তালুকদার আবদুল খালেককে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

কেসিসির নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সব সময় জনগণের কল্যাণ নিয়ে ভাবতে হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার প্রতিটি এলাকায় সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী।

গত ১৫ মে কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768