আজ বুধবার ৯ এপ্রিল সময় সকাল দশ ঘটিকায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে মহাদেবপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে । ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
বর্তমানে সারা বিশ্বে ধর্মাবলম্বী জনগোষ্ঠী মধ্যে মুসলমানের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ বিস্ময়কর ভাবে আঁট শত কোটি মানুষের পৃথিবীতে প্রতি চারজনের মধ্যে একজন ইসলাম ধর্ম পালন করলেও একক জাতি হিসেবে ২১ শতকে মুসলমানরাই সবচেয়ে বেশি নিগৃহীত ও অপেক্ষিত হয়েছে ।
বর্তমান বিশ্ব ব্যবস্থায়,আদতে মুসলমানের প্রাণের কোন মূল্য নেই । যেকোনো শক্তি ধর দেশ নিজ দেশে অথবা ভিন দেশের মুসলমানকে অপমানিত করতে পারে নির্যাতন করতে পারে এমন কি হত্যা করতে পারে এই অত্যাচারের জন্য সেই রাষ্ট্রকে কোথাও কোন জবাবদিহি করতে হয় না।
নিরাপত্তা পরিষদের পাঁচ মোরল মিলে জাতিসংঘকে প্রকৃতপক্ষে সম্পূর্ণ অকার্যকর করে রেখেছে তারা যার যার ভূরাজনৈতিক স্বার্থে লাজ লজ্জা হীন ভাবে ,আন্তর্জাতিক আইনের নিত্য নতুন ভাবে ব্যাখ্যা করে থাকে অন্য দিকে তথাকথিত মুসলিম বিশ্বের শাসকরা নিজেরাই এত জুলুম কারি এবং তাদের মধ্যে এমন অন ঐক্য যে উম্মাহ স্বার্থ রক্ষায় ইসলামী রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির ৫৭ টি দেশের যোগ ফল এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছু নয়।
ফলে প্রতিটি দেশে মুসলমানদের নিজেদের মতো করে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে ,সেটা তারা সংখ্যালঘু হোক অথবা সংখ্যা গুরু হোক যাই হোক না কেন তুলনামূলকভাবে এই মুহূর্তে ফিলিস্তিন ও ভারতের মুসলমানরাই সবচেয়ে করুন অবস্থার মধ্যে রয়েছে।
প্রধানত এই দুই দেশের মুসলমান জনগোষ্ঠীর দুর্ভাগা ফিলিস্তিন দেশ ও ভিটা থেকে উচ্ছেদ হওয়া অসহায় ফিলিস্তিন জনগোষ্ঠীকে সন্ত্রাসী ক্র্যাক দিয়ে ,দখলকারী জাইনবাদী ইসরাইল বাহিনীকর্তৃক তাদের নির্বিচারে হত্যা লাইসেন্স দেওয়ার মত এক নির্মম বিশ্ব ব্যবস্থার সৃষ্টি হয়েছ ।
সমাবেশ থেকে ফিলিস্তিনে হামলা বন্ধের ইসরাইলের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির আহ্বান জানানো হয় মিছিলটি মহাদেবপুর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।