গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গণ কল্যায়ণ ট্রাষ্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাটুরিয়া প্রধান উপদেষ্টা, মানিকগঞ্জ জজ কোটের পিপি মানিকগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)র সাবেক জেলা প্রতিনিধি এ এফ এম নুরতাজ আলম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার উপদেষ্টা এ্যাড: শফিকুল ইসলাম,মানিকগঞ্জ জজ কোটের জিপি এ্যাড: আব্দুল আওয়াল হোসেন খান ও সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব ও যুবদলের আহবায়ক সাংবাদিক আমীর হামজা প্রমুখ। এসময়
বাংলাদেশ টেলিভিশন বিটিভির প্রোগ্রামার মো: আবুল কালাম আজাদ সেন্টু,দৈনিক প্রথম ভোরের নির্বাহী সম্পাদক মো: রাসেদুল হক,প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র সহ-সভাপতি শিকদার শামীম আল মামুন,
সহ-সভাপতি মো: আজিজুর রহমান,প্রবীণ সাংবাদিক মো: ইউনুস আলীসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রেসক্লাব সাটুরিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য
বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ,তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সবাইকে একতাবদ্ধ হতে হবে। সমাজ ও রাষ্ট্রর পক্ষে কাজ করতে হবে।
নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।