শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বার্ষিক বাজেট কর্মশালা ২০২৫-২০২৬ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সুরক্ষার নতুন দিগন্ত। নাহিদ ইসলামের বক্তব্য আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে মানিকগঞ্জের ২১ জন সংস্কৃতিকর্মী পেলেন আর্থিক অনুদান। মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে: আইএসপিআর খাল ভরাট ও ফসলি জমি ধ্বংসের অভিযোগে মাটির ব্যবসায়ী মোঃ শফিউল আলম আটক মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালন শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও খুনিদের বিচারের দাবি। খাল ভরাট ও ফসলি জমি ধ্বংসের অভিযোগে মাটি ব্যবসায়ী কুদরত আটক। সেনা ও পুলিশ পাহারায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন মানিকগঞ্জে অবৈধ বিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালন শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও খুনিদের বিচারের দাবি।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

মানিকগঞ্জে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আবেগপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস পালিত হয়েছে। শহীদদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের আত্মত্যাগকে স্মরণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করা হয়। গত বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

শহীদ পরিবারের বেদনাদায়ক স্মৃতিচারণ

আলোচনায় অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা তাদের হারানো প্রিয়জনের স্মৃতিচারণ করেন। শহীদ মোহাম্মদ রফিকুল ইসলামের বাবা মো. রহিম উদ্দিন, শহীদ সাদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিন মোল্লার মা তাসলিমা বেগম এবং শহীদ শাফিক উদ্দিন আহমেদ (আদনান)-এর মা জারতাজ পারভীন কান্নাভেজা কণ্ঠে তাদের সন্তানদের কথা স্মরণ করেন। তারা জুলাই বিপ্লবে নিহতদের রক্ত যেন বৃথা না যায়, সেই দাবি জানান এবং দ্রুততম সময়ে খুনিদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।

প্রশাসন ও নেতৃবৃন্দের অঙ্গীকার

প্রধান অতিথি মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, শহীদদের রক্ত কোনো অবস্থাতেই বৃথা যেতে দেয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাব। বিশেষ অতিথি মোসাম্মৎ ইয়াসমিন খাতুন শহীদদের আদর্শ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহনুর ইসলাম, সাংবাদিক আব্দুল মমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ মনির ও ছাত্রনেতা রমজান মাহমুদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচি

অনুষ্ঠান শেষে কোট মসজিদে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও, জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ, ম্যারাথন দৌড় ও সচেতনতামূলক আলোচনার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার কর্মসূচি গ্রহণ করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768