মানিকগঞ্জে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আবেগপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস পালিত হয়েছে। শহীদদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের আত্মত্যাগকে স্মরণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করা হয়। গত বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
শহীদ পরিবারের বেদনাদায়ক স্মৃতিচারণ
আলোচনায় অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা তাদের হারানো প্রিয়জনের স্মৃতিচারণ করেন। শহীদ মোহাম্মদ রফিকুল ইসলামের বাবা মো. রহিম উদ্দিন, শহীদ সাদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিন মোল্লার মা তাসলিমা বেগম এবং শহীদ শাফিক উদ্দিন আহমেদ (আদনান)-এর মা জারতাজ পারভীন কান্নাভেজা কণ্ঠে তাদের সন্তানদের কথা স্মরণ করেন। তারা জুলাই বিপ্লবে নিহতদের রক্ত যেন বৃথা না যায়, সেই দাবি জানান এবং দ্রুততম সময়ে খুনিদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।
প্রশাসন ও নেতৃবৃন্দের অঙ্গীকার
প্রধান অতিথি মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, শহীদদের রক্ত কোনো অবস্থাতেই বৃথা যেতে দেয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাব। বিশেষ অতিথি মোসাম্মৎ ইয়াসমিন খাতুন শহীদদের আদর্শ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহনুর ইসলাম, সাংবাদিক আব্দুল মমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ মনির ও ছাত্রনেতা রমজান মাহমুদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচি
অনুষ্ঠান শেষে কোট মসজিদে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও, জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ, ম্যারাথন দৌড় ও সচেতনতামূলক আলোচনার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার কর্মসূচি গ্রহণ করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়