মানিকগঞ্জ, ১৭ জুলাই ২০২৫ (বাসস) গতকাল ১৭ জুলাই মানিকগঞ্জ জেলার ২১ জন গুণী সংস্কৃতিকর্মী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেয়েছেন। গতকাল রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন,এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং সংস্কৃতিকর্মীদের প্রতি সম্মান ও মর্যাদার প্রতীক। তাদের নিরলস পরিশ্রমে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড সমৃদ্ধ হচ্ছে, যা সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা কালচারাল অফিসার মোকলেসা হিলারির সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের নাট্যকার, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন।
সংস্কৃতিকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের কাজে নতুন প্রেরণা যোগাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এই আয়োজনের মাধ্যমে মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা প্রকাশ করা হয়।