আজ ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার ব্র্যাক মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষিত বেকার যুবক তৃণমূল ও কৃষক কৃষাণীদের কে নিয়ে বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে প্রাণ বৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়ে জৈব কৃষি ও অর্গানিক ফার্মিং বিষয়ে সমাপনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিভিশনাল অফিস গুলশানের আঞ্চলিক ব্যবস্থাপক সায়মা সাদিয়া। প্রশিক্ষক হিসেবে দেলোয়ার জাহান (সমন্বয়কারী, প্রাকৃতিক কৃষি), মোঃ ইফতেখার আলী (পরিচালক, প্রাকৃতিক কৃষি কেন্দ্র), প্রদীপ কুমার মল্লিক, রিজওনাল ম্যানেজার (ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, সাভার) এবং মোঃ সামসুল আলম চৌধুরী এরিয়া ম্যানেজার (ব্র্যাক মানিকগঞ্জ,সদর) বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে কেমিক্যালমুক্ত শাকসবজি, ফলমূল, মৎস্য ও খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, প্রশিক্ষণার্থীরা নিজেদের জমিতে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠবেন এবং এতে একদিকে যেমন সুস্বাস্থ্য নিশ্চিত হবে, অন্যদিকে বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।