সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায় কেমিক্যালমুক্ত খাদ্য উৎপাদনে ব্র্যাক মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত। মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা সহ গ্রেপ্তার “পিস্তল ফারুক” বিএনপির সদস্য সংগ্রহে আতাউর রহমান আতার সভা, স্থানীয় নেতাদের অংশগ্রহণে উদ্দীপনা। দীর্ঘ ১৩ বছর পর কালীগঙ্গায় মাতালেন নৌকার মাঝিরা, লক্ষ দর্শকের উপচেপড়া ভিড়। মানিকগঞ্জ জেলার সদর থানায় পুলিশের হেফাজতে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর রান্না করা খাবার। আতাউর রহমান আতার নেতৃত্বে মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি নিয়ে সাটুরিয়ায় গঠনমূলক আলোচনা। প্রয়াত মহাসচিব,মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিআরটিএ ডিজিটাল সেবা ও সড়ক দুর্ঘটনা ভুক্তভোগীদের সহায়তায় মানিকগঞ্জে কার্যকর উদ্যোগ।

প্রশাসনের চোখের সামনে সড়ক ও জনপথের খাল ভরাট: মাটি খেকোদের দৌরাত্ম্যে ফসলি জমি ধ্বংস, স্থানীয় প্রশাসন নীরব।

নিজস্ব প্রতিবেদক কাউছার মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

প্রশাসনের নাকের ডগায় বেআইনি ভরাটে পরিবেশের বিপর্যয়,কৃষকদের অস্তিত্ব সংকট প্রশাসনিক উদাসীনতায় প্রশ্ন। বেআইনি ভাবে সড়ক ও জনপথের খাল-নালা ভরাট করে চলেছে মাটি খেকোদের রমরমা ব্যবসা। এতে ফসলি জমি ও কৃষি কাজ মারাত্মক হুমকির মুখে পড়লেও স্থানীয় প্রশাশন নির্বিকার। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় জলাবদ্ধতায় ফসল নষ্টের শঙ্কা আরও বেড়েছে। ক্ষুব্ধ কৃষক ও স্থানীয়রা অভিযোগ করছেন, প্রভাবশালীদের সঙ্গে প্রশাসনের আঁতাতেই এই অবৈধ কর্মকাণ্ড চলছে।

খাল ভরাটের দুঃসাহস, প্রশাসনের চোখে আঙুল,স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল বার্ক হ্যাচারীর সংলগ্নে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা খাল-নালা ও জলাধারগুলো প্রভাবশালী মহল দখল করে মাটি ভরাট করছে। ভরাটকৃত জমিতে বোরো ধান ক্ষতি করে শিবালয় উপজেলার প্রশাসনিক অঞ্চলের কাছাকাছি হওয়া সত্ত্বেও এসব কর্মকাণ্ড বন্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
*কৃষকের চোখে জল, প্রশাসনে গাফিলতি*

খাল ভরাটের পড়েছে কৃষি জমিতে। পানি জমে থাকায় ফসলের ক্ষতি হচ্ছে, মাটির উর্বরতা কমছে। কৃষক মোঃ আলী বলেন,প্রতিবছর বর্ষায় আমাদের জমি পানিতে তলিয়ে যায়। খাল ভরাট হওয়ায় পানি নামে না। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।

স্থানীয় পরিবেশ কর্মী জাহানারা বলেন,এখানকার জলাধারগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। এগুলো ভরাট করলে পরিবেশগত বিপর্যয় অবধারিত। কিন্তু প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রভাবশালীদের পক্ষ নিচ্ছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলার সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার মুঠোফোন সাংবাদিক এ কে এম কাউছার আহমেদকে বলেন,অবৈধ ভরাটের বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত করে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়রা বলছেন, গত কয়েক দিন ধরে একই জবাব শুনে আসছেন তারা। প্রশাসনের তদন্তের নামে সময়ক্ষেপণের কারণে মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।

রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, মোঃ কুদরত প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তার সমর্থনে এই অবৈধ ভরাট চলছে। মাটি বিক্রির লভ্যাংশে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

চূড়ান্ত পরিবেশ ও কৃষি ধ্বংসের মুখে পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছেন, খাল-নালা ভরাটের ফলে বর্ষায় জোয়ারের পানি বাধা গ্রস্থ হবে এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে,স্থানীয় প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে কৃষকসহ পরিবেশ।

জনগণের দাবি: অবিলম্বে ব্যবস্থা নিন ও কৃষকদের পক্ষ থেকে দাবি উঠেছে।
খাল-নালা পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে হবে।
দুর্নীতির সঙ্গে জড়িত ও মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনের নিষ্ক্রিয়তা আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে যখন প্রকৃতি ও কৃষকের অস্তিত্ব সংকটে, তখন এই সংকট সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের আশা। নইলে পরিবেশ ও খাদ্য নিয়ে ভবিষ্যতে মারাত্মক সংকট দেখা দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768