শিবালয় উপজেলায় যমুনা নদীতে একটি স্পিডবোর্ডে লাইফ জ্যাকেট না পরায় ড্রাইভার আব্দুল মান্নান (৩৬)-কে আটক করেছে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন,এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ জন যাত্রীসহ যমুনা নদীতে টহল দেওয়ার সময় চলাচলরত স্পিডবোর্ডটি আটক করা হয়।
আটককৃত আব্দুল মান্নান (৩৬) কে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে। নৌ নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ড্রাইভারকে আইনের আওতায় আনা হয়েছে।
লাইফ জ্যাকেট ছাড়া নৌযান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ হলেও অনেকেই এ নিয়ম মানছেন না, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।