মানিকগঞ্জ শিবালয় (বরংগাইল) মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আজ শুক্রবার ০৪ জুলাই ২0২৫ ইং সময় বিকাল ৪ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোঃ আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ) প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আজাদ হোসেন খান,সাবেক পিপি ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাডভোকেট আ ফ ম নূর তাজ আলম বাহার,পিপি ও মানিকগঞ্জ জেলা,আহ্বায়ক কমিটির সদস্য,শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকায়ে নুরীয়া আখতারিয়া মিতরা, মানিকগঞ্জের পীর সাহেব মাওলানা সাঈদ নূর (হাফিজাহুল্লাহ)
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,তিনি মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল মজিদ, সভাপতি, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদ ও সম্পাদক, শিক্ষক পরিষদ,ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মসজিদ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায়,মোহাম্মদ আমিনুর রহমান অঞ্জন বিভাগীয় প্রধান,হিসাববিজ্ঞান বিভাগ,সাধারণ সম্পাদক,মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদ,
প্রধান অতিথি মাওলানা আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ) তার বক্তব্যে বলেন, “মসজিদ হলো মুসলমানদের ইবাদত ও সমাজ গঠনের কেন্দ্র, এটি শুধু নামাজের স্থান নয়, বরং জ্ঞান-প্রজ্ঞা ও সমাজসেবারও কেন্দ্রবিন্দু তিনি মসজিদ নির্মাণে সকলের আর্থিক ও নৈতিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের সফলতা কামনা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।