মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া গ্রামে গ্রামীণ আলো এনজিওর চেয়ারম্যান জগদীশ কে আটক করেছে স্থানীয় ভুক্তভোগী জনতা। অভিযোগ রয়েছে, তার প্রতিষ্ঠানটি ঋণ দেওয়ার নাম করে অসচ্ছ ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেছে।
স্থানীয় এনজিও সদস্যদের সূত্রে জানা যায়, গ্রামীণ আলো এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদানের নাম করে জগদীশ ও আলম, পিতা জহুর উদ্দিন, রজ্জব, মোঃ আলী,তার সহযোগীরা,এতে অনেক পরিবার সঞ্জয় হিসাবে টাকা জমা রাখেন এনজিও সদস্যদের জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় টাকা ফেরত দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে তালবাহানা করে আত্মসাৎ করায় ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী এনজিওর সদস্যরা ক্ষুদ্ধ হয়ে জগদীশকে আটক করে।
আটকের পর সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয়রা তাকে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনজিওটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও এটিই প্রথম প্রকাশ্যে প্রতিবাদের ঘটনা। স্থানীয়রা দাবি করেছে, এনজিওর অসাধু কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
শিবালয় থানার ওসি তদন্ত মজিবুর রহমান, ও সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুকে মুঠোফোনে জানান, আটককৃত জগদীশকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে শিবালয় থানা আনা হচ্ছে,অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়া দিন