মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবালয়ের টেপড়ায় এনজিও চেয়ারম্যান আটক, এনজিও সদস্য ও স্থানীয়দের অভিযোগ। মানিকগঞ্জে আওয়ামীলীগের নেতাসহ গ্রেপ্তার ৪ শিবালয়ে সিএনজি থেকে ১৮০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ: অর্থ উপদেষ্টা ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী নারী ফুটবল দল দেশের মুখ উজ্জ্বল করেছে ‘বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’ মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন। গিলন্ড বাসস্ট্যান্ড সংলগ্নে প্রকাশ্যে হামলা: মেহেদী হাসান (শুভ) মোল্লা নামে এক যুবক গুরুতর আহত। গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা

শিবালয়ের টেপড়ায় এনজিও চেয়ারম্যান আটক, এনজিও সদস্য ও স্থানীয়দের অভিযোগ।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া গ্রামে গ্রামীণ আলো এনজিওর চেয়ারম্যান জগদীশ কে আটক করেছে স্থানীয় ভুক্তভোগী জনতা। অভিযোগ রয়েছে, তার প্রতিষ্ঠানটি ঋণ দেওয়ার নাম করে অসচ্ছ ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেছে।

স্থানীয় এনজিও সদস্যদের সূত্রে জানা যায়, গ্রামীণ আলো এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদানের নাম করে জগদীশ ও আলম, পিতা জহুর উদ্দিন, রজ্জব, মোঃ আলী,তার সহযোগীরা,এতে অনেক পরিবার সঞ্জয় হিসাবে টাকা জমা রাখেন এনজিও সদস্যদের জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় টাকা ফেরত দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে তালবাহানা করে আত্মসাৎ করায় ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী এনজিওর সদস্যরা ক্ষুদ্ধ হয়ে জগদীশকে আটক করে।

আটকের পর সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয়রা তাকে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনজিওটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও এটিই প্রথম প্রকাশ্যে প্রতিবাদের ঘটনা। স্থানীয়রা দাবি করেছে, এনজিওর অসাধু কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

শিবালয় থানার ওসি তদন্ত মজিবুর রহমান, ও সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুকে মুঠোফোনে জানান, আটককৃত জগদীশকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে শিবালয় থানা আনা হচ্ছে,অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়া দিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768