মানিকগঞ্জ, ১০ জুলাই ২০২৫ ইংরেজি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে নবনির্মিত ভবন পরিদর্শন করতে এসেছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক সনা বন্দোবস্ত নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, শিবালয় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মিজানুর রহমান,সুজাউদ্দিন বুলবুল অতিরিক্ত পিপি মানিকগঞ্জ ,আবুল কালাম আজাদ (সেন্টু), সাংবাদিক আকাশ চৌধুরী,সহ মহাদেবপুর ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মোসাম্মৎ লিপি আক্তার প্রমুখ। এ সময় মহাদেবপুর বাজার কমিটির সভাপতি, মোঃ আজাদ,সেক্রেটারি মোঃ মনির হোসেন,ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত ভবন পরিদর্শন শেষে অতিথিরা বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক সনা বন্দোবস্ত সংক্রান্ত বিষয়ে আলোচনায় মিলিত হন। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে ভবনের নির্মাণশৈলী ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন,বাজারের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। নবনির্মিত ভবনটি ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ও সুবিধাজনক স্থান হিসেবে গড়ে উঠবে। এক সোনা বন্দোবস্তের বিষয়টিও দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,ভবনের নির্মাণগত মান নিশ্চিত করতে প্রকৌশল দপ্তরের তদারকি অব্যাহত রাখার কথা উল্লেখ করেন।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী,একসনা বন্দোবস্তের জটিলতা নিরসনে ভূমি অফিসের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
মহাদেবপুর বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,বাজারের উন্নয়নে এই ভবন একটি মাইলফলক। একসনা বন্দোবস্তের বিষয়টি সমাধান হলে ব্যবসায়ীরা আরও স্বস্তিতে কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। নবনির্মিত ভবন ও একসনা বন্দোবস্ত নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান