মানিকগঞ্জ, ১২ জুলাই ২০২৫ শিবালয় উপজেলার বীর বাসাইল মৌজায় জমি দখলের উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হামলার ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১১টার দিকে মোজাফফর হোসেন মজু খলিফা, আনোয়ার মেম্বার ও মোয়াজ্জেম হোসেন (তপু) এর নেতৃত্বে একদল সশস্ত্র লোক এস এম আব্দুল কাদের (টিপু) এর জমিতে অবৈধভাবে ছাপড়া ঘর তোলার চেষ্টা করলে ঘটনাটি ঘটে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীরবাসাইল মৌজার ৩৯ নং খতিয়ানের ৫১৫ নং দাগের ২৬.২০ শতাংশ বাড়ির জায়গা, যা প্রকৃত মালিক এস এম আব্দুল কাদের (টিপু) এর নামে ক্রয়কৃত ও রেকর্ডভুক্ত। জানা যায়, দখলদার গোষ্ঠী জমিটিতে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করলে টিপুর কেয়ারটেকাররা বাধা দেন। এতে উত্তপ্ত বাকবিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। দখলদাররা লাঠিসোটা, লোহার রড দিয়ে হামলা চালায় টিপুর পক্ষের ২ জন গুরুতর আহত হয় ।
আহতরা হলেন
১. রফিক মিয়া (৪০) পিতা মৃত জয়নাল শেখ,,গ্রাম মাগুরাই
২. মুন্নাফ খলিফা (৪২), পিতা: হাসেম খলিফা, সর্বসাং গ্রাম মাগুরাইল উথলী শিবাল।
৩-রফিক মিয়া (৪৫), পিতা: আবু তালেব, সর্বসাং গ্রাম: শ্রীবাড়ী,শিবালয়।
এদের মধ্যে মুন্নাফ খলিফা ও রফিক মিয়া,গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। আহতদের মানিকগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকৃত ভূমির মালিক, এস এম আব্দুল কাদের (টিপু) অভিযোগ করেছেন যে, নিম্নোক্ত ব্যক্তিরা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন।
১. মোজাফফর হোসেন মজু খলিফা (৪৫), পিতা: মৃত করিম খলিফা
২. আনোয়ার মেম্বার (৬০), পিতা: মৃত কাশেম খলিফা
৩. ইমরান খলিফা (৩৫), পিতা: লিয়াকত খলিফা, সর্বসাং গ্রাম মাগুরাইল, ইউনিয়ন উথলী উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ।
৪. মোয়াজ্জেম হোসেন তপু (৩৫), পিতা: মৃত আব্দুস সালাম, গ্রাম: বানিয়াজুর, ইউনিয়ন বানিয়াজুরি, উপজেলা ঘিওর, জেলা মানিকগঞ্জ।
জমির মালিক এস এম আব্দুল কাদের (টিপু) বলেন, “এই জমি আমার ক্রয়কৃত রেকর্ডভুক্ত খাজনা খারিজ করা সম্পত্তি। কয়েকদিন ধরে এই দল আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। গত রবিবার ১২ তারিখ তারা হামলা চালিয়ে আমার কেয়ারটেকার সহ লোকজন কে আহত করেছে। আমি এদের বিরুদ্ধে শিবালয় থানায় অভিযোগ করেছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”
শিবালয় থানার ওসি মোঃ কামাল হোসেন মুঠো ফোনে বলেন, আমি ছুটিতে আছি,আহতদের চিকিৎসা দিয়ে সুস্থ করেন,অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসী জানান, ভূমিদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
জমির মালিক পক্ষের আইনজীবী এডভোকেট সেকেন্দার বলেন, “এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে উচ্চ আদালত পর্যন্ত যাওয়া হবে। জমি দখলের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
জমি নিয়ে সহিংসতার এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।