বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালন শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও খুনিদের বিচারের দাবি। খাল ভরাট ও ফসলি জমি ধ্বংসের অভিযোগে মাটি ব্যবসায়ী কুদরত আটক। সেনা ও পুলিশ পাহারায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন মানিকগঞ্জে অবৈধ বিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার শিবালয়ে জমি দখলের চেষ্টায় সংঘর্ষ: ২ জন গুরুতর আহত। মানিকগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার মহাদেবপুর বাজারে নবনির্মিত ভবন পরিদর্শন ও একসনা বন্দোবস্ত বিষয়ে আলোচনা। নিরবচ্ছিন্ন বৃষ্টিপাতে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ী এলাকায় জনজীবন বিপর্যস্ত

মানিকগঞ্জে অবৈধ বিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মানিকগঞ্জ, ১৬ জুলাই ২০২৫ – মানিকগঞ্জ কোর্ট চত্বরে অবৈধ ও ভুয়া বিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা নিকাহ রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মীয় নেতাদের নেতৃত্বে এই সমাবেশ হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি ভুয়া কাবিননামা তৈরি করে অবৈধ বিবাহ সম্পাদন করছে, যা সামাজিক ও ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য। এতে নারী ও শিশুদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি পারিবারিক কলহ ও আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ বিবাহ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নিকাহ রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক কাজী আব্দুল রউফ (সাটুরিয়া থানা), সিংগাইর থানা সভাপতি কাজী হারুন অর রশিদ, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজমুল, সদর থানা সভাপতি কাজী নুর মোহাম্মদ, হরিরামপুর থানা সভাপতি আবু হানিফ ও মাওলানা মান্নান প্রমুখ।

জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা,স্মারকলিপি গ্রহণ করে বক্তাদের আশ্বস্ত করেন যে, অবৈধ বিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনেরও ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বিবাহ বন্ধ হলে সামাজিক শান্তি ও নারী-শিশুর সুরক্ষা নিশ্চিত হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768