মানিকগঞ্জ, ১৭ জুলাই ২০২৫ ইংরেজি জাতীয় নাগরীক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে তারা জানে না যে এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে।
এর প্রমাণ আমরা মানিকগঞ্জে,তাদের সংগঠনকে দ্বিগুণ শক্তিশালী করেছে। তিনি বলেন,এই আক্রমণ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে, এর প্রমাণ আমরা ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে দিচ্ছি।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন,শোষণ ও অবিচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের পক্ষে কাজ করছি এবং যে কোনো ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য্য ও সংঘবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। তারা সরকারের নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে এনসিপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ বেড়েছে, এবং রাজনৈতিক অঙ্গনে তাদের তৎপরতা নিয়ে আলোচনা চলছে।