মানিকগঞ্জ, ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি ও দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই,এই প্রত্যয়কে ধারণ করে মানিকগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা।
জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ সকাল ১১:৩০ মিনিটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রোকসেনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ প্রধান আকর্ষণ,তাঁরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ,তাদেরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, আমরা যারা অনুষ্ঠানে উপস্থিত আছি সময়ের পরিক্রমায় একদিন চলে যেতে হবে,সবুজ মানিকগঞ্জ গড়তে এই মেলা একটি মাইলফলক হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, তিনি বলেন, প্রত্যেক মানবদেহের জন্য প্রতিদিন কমপক্ষে দৈনিক কতটুকু অক্সিজেন সরবরাহ প্রয়োজন হয়।
আমাদের বাচ্ছাদের প্রতিদিন ১ থেকে ২০০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন কিন্তু আমাদের বাচ্চারা মুখরোচক ফাস্টফুডের দিকে তাদের চাহিদা বেশি এই বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিতছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি, জাহাঙ্গীর আলম বিশ্বাস
তারা বৃক্ষরোপণ ও স্থানীয় ফল চাষের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
শিক্ষার্থী ও সাধারণ এর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
স্থানীয় ও বিরল প্রজাতির ফলদ ও বনজ গাছের প্রদর্শনী।
কৃষকদের জন্য ফল চাষের আধুনিক প্রযুক্তি সম্পর্কে আরো জানতে আহ্বান জানান।
পরিবেশবান্ধব পণ্য ও জৈব কৃষি উপকরণের স্টল।
উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় কৃষক ও পরিবেশপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে শিশু কিশোরদের জন্য গাছ লাগাও, পুরস্কার জিতে নাও।
মেলা চলবে আগামী ৭ দিন (২৯ জুলাই–৪ আগস্ট) প্রতিদিন সকাল ৯টা থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার শেষ দিন পর্যন্ত স্টল থাকবে।
চলুন গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি স্থানীয় প্রশাসনের আশা, এই আয়োজন মানিকগঞ্জবাসীকে প্রকৃতি সংরক্ষণের দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।