মানিকগঞ্জ, ৫ আগস্ট (২০২৫) খ্রিস্টাব্দে আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে কবর জিয়ারত, পুষ্পাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টায় শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে শহীদ মো. রফিকুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুনসহ স্থানীয় প্রশাসন,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এরপর পাটুরিয়া ফেরিঘাটের কাছে আরসিএল মোরে শহীদ রফিকুল ইসলামের স্মৃতিফলকের সামনে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।