মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক দুর্গাপূজা উপলক্ষে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বুধবার (০১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন,
“আমরা সবাই বাঙালি, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করেই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।”
ডা. সিদ্দিক আরও বলেন, সব ধর্মের মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়া আমাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অপরিহার্য।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পূজা কমিটির পক্ষ থেকে ডা. সিদ্দিককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।