মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মানিকগঞ্জ শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন রায়হান এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (সেন্টু) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন
সাংবাদিকতা একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্ব এ ধারাকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।
নবনির্বাচিত সভাপতি মোঃ আলাউদ্দিন রায়হান বলেন,
“সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমরা পেশাগত মানোন্নয়নের জন্য কাজ করব।
সাধারণ সম্পাদক মোঃ সেন্টু বলেন,তরুণ সাংবাদিকদের উন্নয়ন, প্রশিক্ষণ ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ইউনিটি কার্যকর ভূমিকা পালন করতে হবে
আমরা সবাইকে নিয়ে একটি সক্রিয়, আধুনিক ও দায়িত্বশীল রিপোর্টার্স ইউনিটি গড়ে তুলতে চাই। সাংবাদিকদের কল্যাণ এবং তথ্যের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে নতুন কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক কে এবং আগত অতিথি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।