বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবালয়ে ৭৮০০ কৃষকের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ শিবালয়ে অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-অপরাধের হার হ্রাস, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক মানিকগঞ্জে নবীন-প্রবীণ মিলন মেলা ২০২৫-খেলাধুলা ও আনন্দে মুখরিত দিন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু জমকালো আয়োজনে মাচাইন মাঠে ফুটবলের ফাইনাল উৎসব ২০২৫ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ আমরণ অনশনে শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খান আর নেই মানিকগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক

মানিকগঞ্জে নবীন-প্রবীণ মিলন মেলা ২০২৫-খেলাধুলা ও আনন্দে মুখরিত দিন

নিজস্ব প্রতিনিধি: মোঃ মনির হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আনন্দ-উচ্ছ্বাস ও প্রজন্মের মিলনে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হলো “নবীন-প্রবীণ মিলন মেলা ২০২৫”। সমাজসেবা অধিদপ্তর ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, ইআইডি সংস্থা এবং প্রবীণহিতৈষী সংঘের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয় গত ২৬ অক্টোবর ২০২৫ ইং (রবিবার) সকাল ১০টায়, শহরের বেওথা রোডস্থ মানিকগঞ্জ সরকারি বালিকা শিশু পরিবারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস সভাপতি মানিকগঞ্জ প্রেসক্লাব নবীন ও প্রবীণদের পাশাপাশি অংশ নেন মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিশু পরিবারের সদস্যরা। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নবীন-প্রবীণরা এসে মিলিত হন এই মিলনমেলায়।

বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিলন মেলার উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়।

খেলাধুলার অংশে শিশু পরিবারের শিশুরা বিস্কুট দৌড়, বল নিক্ষেপসহ নানা মজার খেলায় অংশ নেয়। শিশুদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সে হাসি-খুশিতে ভরে ওঠে পুরো মাঠ। এরপর অনুষ্ঠিত হয় শিশুদের অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার ও বালিশ প্রতিযোগিতা।

সবশেষে প্রবীণ অংশগ্রহণকারীরা অংশ নেন জুরিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায়, যা সবার মধ্যে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে।

দিনব্যাপী এই নবীন-প্রবীণ মিলন মেলা এক অনন্য বন্ধনের প্রতীক হিসেবে প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে সমাজে ভালোবাসা, সম্মান ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768