মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অক্টোবর ২০২৫ ইংরেজি মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, শিবালয় থানার ওসি (তদন্ত) মানবিন্দ্র, প্রেসক্লাব শিবালয়ের সভাপতি, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনায় দেখা যায় ডাকাতি, দস্যুতা ও সিধেল চুরি ছিল শূন্যের কোঠায়; চুরি ০১টি, খুন ০১টি, নারী নির্যাতন ০৩টি, মাদক মামলা ০৪টি এবং অন্যান্য মামলা ১৪টি।
মোট ২৩টি অপরাধ সংঘটিত হয়েছে, যা আগস্ট মাসের ২৫টি অপরাধের তুলনায় কম।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের কার্যকর ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও আরও তৎপর থাকার আহ্বান জানানো হয়।
শিবালয় থানার ওসি (তদন্ত) মানবিন্দ্র জানান, আগস্ট মাসে থানায় মোট ২৫টি মামলা দায়ের এবং ২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে তিনি বলেন।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকলের সহযোগিতায় এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।
সভায় আরও আলোচ্য বিষয়ে উঠে আসে পাটুরিয়া ঘাটে নদী ভাঙন রোধে বিআইডব্লিউটিএ কর্তৃক দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ড্রেজিং কার্যক্রমের বালু যেন নদীর পাড়ে ফেলা হয়, সে বিষয়ে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরলস চেষ্টা ও অগ্রণী ভূমিকা রেখেছেন।
সভায় জানানো হয়, সকল পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব সম্পন্ন করেছেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়,স্কুল-কলেজের আশেপাশে ও বাজার এলাকায় মাদকাসক্তদের আড্ডা যেন না গড়ে ওঠে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে মহাদেবপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সহ শিবালয় উপজেলার ০৭ টি ইউনিয়নের মাদকমুক্ত ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,
শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।
সবাই একসঙ্গে কাজ করলে শিবালয় উপজেলাকে আরও নিরাপদ ও মাদকমুক্ত করা সম্ভ।