মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৭,৮০০ জন কৃষকের মাঝে সরকারিভাবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি করে সরিষার বীজ বিনামূল্যে প্রদান করা হয়। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম মুঠোফোনে সাংবাদিক মোঃ সেন্টু খানকে জানান,
মাঠ পর্যায়ে কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধাপে প্রণোদনা দিচ্ছে। ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসলের মানোন্নয়নে প্রান্তিক কৃষকদের ধাপে ধাপে আরও বীজ ও সার সহায়তা প্রদান করা হবে।