বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন মানিকগঞ্জের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপদেষ্টা আব্দুস সবুর।
কর্মশালার সভাপতিত্ব করেনঃ মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, সংবাদ যাচাই প্রক্রিয়া ও নৈতিক সাংবাদিকতা বিষয়ক নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশায় সঠিক তথ্য যাচাই ও নৈতিকতা রক্ষা অত্যন্ত জরুরি। অপসংবাদিকতা রোধে প্রতিটি সাংবাদিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।
শেষে আয়োজক ও অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রতি শুভকামনা জানিয়ে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।