আজ ৫ নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ বুধবার মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ জেলার পেশাদার সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে গঠিত দ্বিতীয় বৃহৎ সংগঠন হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও প্রশাসনের সঙ্গে সমন্বিত কর্মসম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।