শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন। গিলন্ড বাসস্ট্যান্ড সংলগ্নে প্রকাশ্যে হামলা: মেহেদী হাসান (শুভ) মোল্লা নামে এক যুবক গুরুতর আহত। গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা ১ বছরের সাজা ও ৩০ লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার। শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানি সোমবার স্পিডবোর্ডে লাইফ জ্যাকেট না পরায় ড্রাইভার গ্রেফতার। সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ: শিবালয়ে ৪ বখাটে গ্রেফতার।

শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

আজ মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ ইংরেজি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন
শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৫-এর কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও কলেজ অধ্যক্ষ,শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরীক্ষার নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি পরীক্ষার্থীদের আসন বিন্যাস, নকল প্রতিরোধ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা বিষয়টি দেখেন।

শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ এই বছর এইচএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে। এখানে শুধুমাত্র কলেজের বিএমটি (কারিগরি) শাখার শিক্ষার্থীরা নয়, মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রী কলেজ এবং বাচামারা বাঘুটিয়া চরকাটারী (বি.বি.সি) ডিগ্রী কলেজের পরীক্ষার্থীরাও অংশ নেবে। ইউএনও মোঃ জাকির হোসেন পরীক্ষার্থীদের জন্য সুস্থ ও চাপমুক্ত পরিবেশ বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

কলেজটির গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, “শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ শুধু মানিকগঞ্জ জেলারই নয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একটি আদর্শ প্রতিষ্ঠান। ২০১৪ সালে এইচএসসিতে জেলার শীর্ষ স্থান অধিকার করে এটি তার শিক্ষার মানের প্রমাণ দিয়েছে।

পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের আবুল কালাম আজাদ (সেন্টু) সাথে আলাপচারিতায় পরীক্ষা পরিচালনায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা ও অধ্যবসায়ের সাথে পরীক্ষা দাও। প্রশাসন তোমাদের পাশে আছে।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768