আইনগত বিচ্ছেদ না ঘটিয়েই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আদালত আগামী ২৮ এপ্রিল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক শেখ মো. মিজানুর রহমানের জেরা শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।
তিনি জানান, জেরা শেষ হওয়ার পর বিচারক ওয়াহিদুজ্জামান আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন দিন নির্ধারণ করেন।
২০২৩ সালের ২৪ জুন তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল, যা এদিন শেষ হয়। এই মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
সাক্ষ্যগ্রহণের দিনে নাসির হোসেন ও তামিমা সুলতানা দুজনেই আদালতে হাজির ছিলেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মি ও রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি এই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরবর্তীতে তিনি ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর নাসির ও তামিমার পক্ষ থেকে এবং বাদীপক্ষ থেকে রিভিশন আবেদন করা হলেও ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত উভয় আবেদন খারিজ করে দেয়, ফলে মামলার বিচারে আর কোনো আইনি বাধা থাকেনি।
২০২৩ সালের ২০ মার্চ বাদী রাকিব হাসানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।