মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাচাইন মাঠে অনুষ্ঠিত হলো মাচাইন পল্লী প্রগতি সংস্থা আয়োজিত ২০২৫ সালের ফাইনাল ফুটবল খেলা। গত ২৪ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচ ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঝিটকা তুফান মেইল স্পোর্টিং ক্লাব ও তেওতা ফুটবল একাডেমি। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল তুমুল উত্তেজনা ও রোমাঞ্চকর লড়াই। হাজারো দর্শক মাঠের চারপাশে, গাছের মগডালে, এমনকি বাড়ির ছাদেও ভিড় জমিয়ে খেলাটি উপভোগ করেন।
উত্তেজনাপূর্ণ এ খেলায় ট্রাইব্রেকারে তেওতা ফুটবল একাডেমি ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়, আর ঝিটকা তুফান মেইল স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। খেলায় জয়-পরাজয়ের উচ্ছ্বাসে মুখরিত হয় মাচাইন মাঠ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব ও মানবতার ফেরিওয়ালা খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লার, তবে তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষ থেকে আসন অলংকৃত করেন তার চাচা জনাব মোঃ শের আলি মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মহিদুল ইসলাম।
খেলার উদ্বোধন করেন লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব হোসেন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
বাবু কালাচাঁদ কর্মকার (কুইন পাল জুয়েলার্স),
জনাব মোঃ বাচ্চু (ইতালি প্রবাসী),
জনাব মোঃ সোহেল মোল্লা (কাতার প্রবাসী),
মোঃ কামাল হোসেন (লন্ডন প্রবাসী),
মোঃ সবজেল হোসেন (বিশিষ্ট সমাজসেবক),
মাইনুল ইসলাম (ইতালি প্রবাসী),
এবং আহ্বায়ক জনাব কাজী রেজা, সাবেক চেয়ারম্যান, বাল্লা ইউনিয়ন পরিষদ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক ও অতিথিরা আয়োজকদের এমন সফল আয়োজনের প্রশংসা করেন এবং মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাঠজুড়ে উৎসবমুখর এ আয়োজন প্রমাণ করেছে—মানিকগঞ্জের মানুষ শুধু ফুটবল ভালোবাসে না, খেলাধুলার মধ্য দিয়ে ঐক্য ও মানবতার বার্তাও ছড়িয়ে দেয়।