বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপরিষদের দরকার নেই: সালাহউদ্দিন রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আসিফ নজরুল অপহরণ করে চাঁদা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা, আটক ৩ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না পাকিস্তানে ট্রেনে জিম্মি শতাধিক যাত্রী উদ্ধার, ১৬ জন হামলাকারী নিহত শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩ চোখের পাতা নড়েছে মাগুরার সেই শিশুটি: উপ-প্রেসসচিব শিগগিরই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে: আলী রীয়াজ

মানিকগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান “লোকজ বাংলা”

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পঠিত
মানিকগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান “লোকজ বাংলা”
নিজস্ব প্রতিবেদক

আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্ত প্রায়ই লাঠি খেলা । ডাক ডোলের বাজনা গানের তালে তালে যেন এ আনন্দময় উৎসব মানিকগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে।
বিলুপ্তির পথে আজ ঐতিহ্যবাহী লাঠি খেলা, এক সময় খুব জনপ্রিয় ছিল এই খেলা,প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠতো লাঠি খেলার দল,আর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই খেলা। প্যাকেজ অনুষ্ঠানের নির্মাণের আওতায় নির্মিত জেলা ভিত্তিক লোকসাংস্কৃতি “লোকজ বাংলা “দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণ্যের উৎসব ২০২৫ ইং সামনে রেখে লোকজ সাংস্কৃতি,বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু, দারিয়া বান্ধা, লাঠি খেলা, বউছি, চিবুরি, ওপেনটি বায়োস্কোপ, গোল্লাছুট, পুথি পাঠ, জারি সারি গান, কবিগান, লোক নৃত্য, , পালা গান, বাউল গান, অনুষ্ঠিত হয়।
তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক আবহমান বাংলায় ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসাহ উৎসবের আমেজ।
খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা।
যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা।
নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।
বিপথগামী যুবসমাজের মাদকাসক্ত ও মূল্যবোধ অবক্ষয় রোধে এ সমস্ত খেলা আয়োজন পথ দেখাবে।
যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে নিয়মিত আয়োজন এর জন্য পৃষ্ঠপোষকতা দাবি করেন আয়োজকরা।
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা আজও টিকিয়ে রেখেছেন কিছু মানুষ গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা গুলো টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা মত সংশ্লিষ্টদের।
অনুষ্ঠান,পরিকল্পনা ও পরিচালক সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু) বলেন জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান করতে পেরে আমরা সকলেই আনন্দিত।
অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন, জাতীয় চলচ্চিত্র শিল্পকলা একাডেমির পুরস্কার প্রাপ্ত এবং বাংলা একাডেমির ফেলো, সাইদুর রহমান বয়াতি।
জারি গানের জাতীয় পুরস্কার প্রাপ্ত জেলা শিল্পকলা সম্মাননা প্রাপ্ত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী আবুল বাশার আব্বাসী
লোক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লোক সঙ্গীত শিল্পী নিকুঞ্জ মিত্র
ও ধান বানি রে এই গানে নিত্য করেন শিল্প রথের শিশু শিল্পীরা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ আতিকুল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা ও ক্রিয়া ব্যক্তিত্ব ডাঃ মানোয়ার হোসেন মোল্লা, সুযোগ্য জেলা প্রশাসক মানিকগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমতিয়াজ মাহবুব এডিশনাল এসপি ডিএসবি মানিকগঞ্জ।
শেখ মেজবা উল সাবেরিন, উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর।
মোঃ আহসানুল হক এনডিসি মানিকগঞ্জ।
ডঃ মোঃ মোকসেদুল মোমিন, সিভিল সার্জন মানিকগঞ্জ।
মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস,আহ্বায়ক মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।
সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768