সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে শ্রীলঙ্কান সিওও’র বিরুদ্ধে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ, শিল্পাঞ্চলে তীব্র ক্ষোভ ঠাকুরগাঁও থেকে মানিকগঞ্জে জাল ব্যান্ড রোলসহ পণ্য পরিবহন: সাংবাদিকের তথ্য দেওয়া সত্ত্বেও কাস্টমস কর্মকর্তার নীরবতা। মানিকগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক নানা আয়োজনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদ্বোধন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না : আইন উপদেষ্টা ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায় কেমিক্যালমুক্ত খাদ্য উৎপাদনে ব্র্যাক মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত। মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা সহ গ্রেপ্তার “পিস্তল ফারুক” বিএনপির সদস্য সংগ্রহে আতাউর রহমান আতার সভা, স্থানীয় নেতাদের অংশগ্রহণে উদ্দীপনা। দীর্ঘ ১৩ বছর পর কালীগঙ্গায় মাতালেন নৌকার মাঝিরা, লক্ষ দর্শকের উপচেপড়া ভিড়।

মানিকগঞ্জে শ্রীলঙ্কান সিওও’র বিরুদ্ধে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ, শিল্পাঞ্চলে তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাসিমা অ্যাপারেলস লিমিটেডে শ্রীলঙ্কান নাগরিক ও কারখানার চিফ অপারেটিং অফিসার (সিওও) শাশাংকা জয়া উইকরমার বিরুদ্ধে এক সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর শিল্পাঞ্চলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইমরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় একটি ব্রিজ নির্মাণ কাজের জন্য তারাসিমা অ্যাপারেলস কর্তৃপক্ষ কারখানার ব্যবহৃত পানি পরিশোধন ও নিষ্কাশন পাইপলাইন স্থানান্তর ও মেরামতের অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তরে আবেদন করে।

এরই প্রেক্ষিতে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলীম তদন্তের জন্য কারখানায় প্রবেশ করেন। কারখানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলাকালে হঠাৎই উপস্থিত হন প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমা। অভিযোগ রয়েছে, তিনি ওই সরকারি কর্মচারীর সঙ্গে অশালীন ও রূঢ় আচরণ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপস্থিত লোকজনের সামনেই তিনি উত্তেজিত আচরণ করেন এবং ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। পরে তাদের ছবি ও ভিডিও ধারণ করে কারখানা থেকে বের করে দেওয়া হয়।

তদন্তে জানা গেছে, শাশাংকা জয়া উইকরমা কুমিল্লার বারিদি গার্মেন্টস লি.-এর ওয়ার্ক পারমিটে বাংলাদেশে এসেছেন এবং ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিটিপি গ্রুপের তারাসিমা অ্যাপারেলস লি.-তে প্রোডাকশন সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, কারখানার একাধিক শ্রমিক ও কর্মচারী অভিযোগ করেছেন, সিওও দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ ও অতিরিক্ত কাজের চাপ প্রয়োগ করে আসছেন। কেউ প্রতিবাদ করলে চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন,এই বিদেশি কর্মকর্তা নিয়মিত আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার কারণে কারখানার পরিবেশ নষ্ট হচ্ছে।

ভুক্তভোগী উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আলীম বলেন,আমি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে গিয়েছিলাম। শ্রীলঙ্কান নাগরিক আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী মহোদয়কে জানিয়েছি।

অভিযুক্ত শাশাংকা জয়া উইকরমার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক ঘটনা বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768