স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে আরিচাগামী একটি গার্মেন্টস কর্মীবাহী পরিবহন বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হন। শিবালয় হাইওয়ে ফাঁড়ি অফিসার ইনচার্জ মৃত আসিফকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসিন্দাবলে জানান।
বরংগাইল হাইওয়ে অফিসার্স ইনচার্জ মুঠোফোনে মানিকগঞ্জ ক্রাইম নিউজ-কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় জড়িত দুইটি গাড়ি জব্দ করে শিবালয় হাইওয়ে ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রক্রিয়া শুরু হবে।
স্থানীয়দের অভিযোগ, বরংগাইল এলাকায় মহাসড়কে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে আনতে না পারলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
মানিকগঞ্জ ক্রাইম নিউজ ডেস্ক