মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে
ঘিওর থানার একটি বিশেষ দল বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বালিয়াখোড়া ইউনিয়নের পুখরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলামিন ইসলাম (২৭)-কে আটক করে।
আটক আলামিন ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখরিয়া গ্রামের মোহাম্মদ দারুগালির ছেলে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিকগঞ্জ ক্রাইম নিউজ BD24.com প্রতিবেদককে জানান,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, সম্প্রতি ওই এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। পুলিশের এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা পুলিশ সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসারে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে