রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায় কেমিক্যালমুক্ত খাদ্য উৎপাদনে ব্র্যাক মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত। মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা সহ গ্রেপ্তার “পিস্তল ফারুক” বিএনপির সদস্য সংগ্রহে আতাউর রহমান আতার সভা, স্থানীয় নেতাদের অংশগ্রহণে উদ্দীপনা। দীর্ঘ ১৩ বছর পর কালীগঙ্গায় মাতালেন নৌকার মাঝিরা, লক্ষ দর্শকের উপচেপড়া ভিড়। মানিকগঞ্জ জেলার সদর থানায় পুলিশের হেফাজতে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর রান্না করা খাবার। আতাউর রহমান আতার নেতৃত্বে মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি নিয়ে সাটুরিয়ায় গঠনমূলক আলোচনা। প্রয়াত মহাসচিব,মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিআরটিএ ডিজিটাল সেবা ও সড়ক দুর্ঘটনা ভুক্তভোগীদের সহায়তায় মানিকগঞ্জে কার্যকর উদ্যোগ।

অবশেষে ৪৩তম বিসিএসের ১৬২ জন চাকরি পাচ্ছেন

এমসি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

অনশনসহ পাঁচ মাসের বেশি সময় ধরে আন্দোলনের পর ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ পেয়েও বাদ পড়া ১৬২ জন প্রার্থী অবশেষে চাকরি পাচ্ছেন।

তাদের নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বিএসএস ক্যাডার সার্ভিসের ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ পাওয়া ৬৫ জন এবারও বাদ পড়েছেন।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় দফায় নিয়োগের প্রজ্ঞাপন থেকে ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল।

ওই প্রজ্ঞাপনে প্রথম দফায় নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ২ হাজার ১৬৩ জনের মধ্যে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের জন্য দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরের প্রথম দিন, অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে এসব প্রার্থী নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন।

সবশেষ গত ২৯ এপ্রিল থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী নিয়োগ পেতে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন।

এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব প্রার্থীর বাদ পড়ার পর গত ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছিল, ৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জন প্রার্থী ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িক অনুপযুক্ত’ হয়েছেন। তাদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগও দেওয়া হয়েছিল।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন-পিএসসি।

ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768